বিদ্যুৎ, গ্যাস, চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পন্য সরবরাহের দাবিতে ১৩ মার্চ রবিবার শেরপুর জেলা যুবদলের বিক্ষোভে শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোঃ আলবেরুনি ও সদস্য সচিব ইখলাসুর রহমান লিটনের নেতৃত্বে উপজেলার ১০ টি ইউনিট যুবদলের নেতৃবৃন্দ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। যুবদল নেতা আবু রায়হান মোঃ আলবেরুনি জানান, আওয়ামীগ সরকারের আমলে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে কিনতে হিমসিম খেয়ে যাচ্ছে, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। শ্রীবরদী উপজেলা যুবদলের সদস্য সচিব ইখলাসুর রহমান লিটন জানান, ২০২২ সালটা ১৯৭৪ সালের মতো হয়ে গেছে,মানুষের আহাজারি চোখে পরার মতো, তবুও মানুষের আহাজারি অবৈধ সরকারের চোখে পরে না।এই মুহূর্তে এই অবৈধ সরকারে পতন চাই।যে কোন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় শ্রীবরদী উপজেলা যুবদল নেতৃবৃন্দ সংঘটিত ও আন্দোলন সংগ্রামে বদ্ধপরিকর।