সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের মামলাবাজ লম্পট ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। রোববার দুপুরে গ্রামটিতে বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা ব্যাপী এ কর্মসুচিতে সাবেক ইউপি মেম্বর শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক আবুল কালাম আজাদ, মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠান্ডু মিয়া, গৃহবধু বন্যা খাতুন, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উল্লাপাড়া প্রত্যন্ত আগদিঘল গ্রামের বাসিন্দা সরকারী চাকুরিচ্যুত আব্দুল আলীম গত ৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বাস করছে। এরপর থেকে তিনি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নারীর সম্ভ্রমহানীর চেষ্টা থেকে শুরু করে মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মাঝে-মাঝে মিথ্যা মামলা দিয়েও হয়রানী করছে নিরাপরাধ মানুষকে। তার কাছে গ্রামবাসী জিম্মী হয়ে পড়েছি। আমরা তার বিরুদ্ধে সরকারী ভাবে দ্রুত ব্যবস্থা নেবার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। পরে গ্রামের শতাধীক নারী-পুরুষ ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল বের করে। এদিকে আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত অভিযোগের অস্বীকার করে জানান, এই গ্রামের লোকজন আমাদের নানা ভাবে অত্যাচার করছে। তাই দোষীদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তুলে নেবার জন্য তারা নানা ভাবে চাপ দিচ্ছে। তা না মানায় ঐ কর্মসুচি করেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, দুই পক্ষের মধ্যে একটি মামলা নিয়ে দ্বন্ধ চলছে। এলাকাবাসী মানববন্ধনে যে অভিযোগ করেছে তা ক্ষতিয়ে দেখা হবে।