যুবদলের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও সীমাহীন দূর্নীতির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা যুবদলের উদ্দোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৩ মার্চ) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সাধারন সম্পাদক আব্দুস সালাম মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব হাসান সোহাগ, সদর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শামসুল সরকার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ, যুবদল নেতা সেলিম ফরাজি, মোহাম্মদ মাসুম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্য এখন সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে। ডিজিটাল বাংলার বুকে সাধারণ মানুষ এখনও না খেয়ে দিন যাপন করছে। এখন সময় এসেছে বাংলার জনগণ একত্রিত হওয়ার। অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। যে কোনো সময়, যেকোনো পরিস্থিতিতে মুন্সীগঞ্জের মাটিতে সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকার উৎখাতের আহ্বান জানাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।