মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

‘নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার, ভাসানচরে বেসরকারী সংস্থা ‘আসরের’ ব্যাপক উন্নয়ন র্কাযক্রম

সাইফুল ইসলাম (হাতিয়া) নোয়াখালী :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে বেসরকারী উন্নয়ন সংস্থা আসর (Association of Social Advancement for Rural Rehabilitation) লাইভলীহুড র্কাযক্রম গ্রহন করেছে। লাইভলীহুড ও ফুড সিকিউরিটি প্রকল্পের আওতায় আসর ২০০ উপকারভোগি পরিবারের মধ্যে বারোমাসি শাকসজ¦ীর চাষের বীজ বিতরন করেছে। রোহিঙ্গা পরিবারের প্রতিদিনকার খাদ্য তালিকায় পুষ্ঠি চাহিদার যোগান দিতে হলে শাকসবজ¦ীর বিকল্প নেই। আসর উন্নত মানের বীজ বিতরন করে রোহিঙ্গাদের মাধ্যমে চাষাবাদ করে পুষ্টির যোগান নিশ্চিত করে। প্রতিটি রোহিঙ্গা তাদের নিজ ক্লাষ্টারের নিজ কামরার সামনের খালি জায়গায়, কুমড়া, ডাটা শাক, লাউ, চিচিঙ্গা, কলমির শাক, ভুট্রা, ঢেড়স. মুলা চাষাবাদ করে নিজেদের প্রতিনিকার চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রী শুরু করেছে। যার ফলে রোহিঙ্গা পরিবারের মাছ মাংস কেনার টাকার যোগান নিশ্চিত হয়েছে। ভাসানচরের ৬১ নং ক্লাষ্টারের জে ,০৩ ০৪ কক্ষের বাসিন্দা শাহআলাম বলেন, আসর সংস্থা আমাদের বিভিন্ন জাতের বারো মাসি বীজ দেয় আমরা চাষাবাদ করি। ফলে আমাদের প্রতিদিনকার খাবার সমস্যা দুর হয়েছে। বাড়তি সবজ¦ী আমরা বাজারে বিক্রি করি। তাতে দুটাকা পাওয়ারপর আমাদের চা নাস্তার ও ব্যবস্থা হয়েছে। ভাসানচরের প্রশাসন নিয়ন্ত্রন কারি সরকারি সংস্থার প্রতিনিধি, ক্যাম্প ইনর্চাজ রবীন্দ্রনাথ রায় বলেন, আসরের কাজ গুনগত ভাবে ভালো। আসরের লাইভলীহুড র্কাযক্রমের কারনে রোহিঙ্গা পরিবার ব্যাপক ভাবে উপকৃত হয়েছে। এ প্রসঙ্গে আসর সংস্থার লাইভলীহুড ও ফুড সিকিউরিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আ ন ম মাকছুদুর রহমান বলেন, আসর রোহিঙ্গা পরিবারের প্রতিটি সদস্যর খাদ্য নিরাপত্ত্বা নিশ্চিত করতে চায়। আসর সত্যিকারভাবে কর্মসূচী বাস্তবায়নে বিশ^াসী। প্রতিটি পরিবার নিজ উদ্যগে চাষাবাদ করেছে। আসর তাদের বীজ সরবরাহের পাশাপাশী কারিগরি সহযোগিতা প্রদান করেছে। যার ফলে প্রতিদিনকার খাদ্য তালিকায় পুষ্টিকর শাকসবজ¦ী অর্ন্তভুক্ত হয়েছে। রোহিঙ্গা শিশুর ভিটামিনের অভাব দুর হয়েছে। আসর খুব শীঘ্রই আরেকটি প্রকল্পের মাধ্যমে ভাসানচরে বসবাসরত ৬০০ পরিবারকে ১২ প্রজাতির শাকসবজ¦ীর বীজ বিতরন ও চাষাবাদের উদ্যেগ নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com