শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার জামালপুর জেলার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে প্রায় সাড়ে চার লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের সাফল্য সবসময় আমাদেরকে উদ্বেলিত করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসী কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অগ্রযাত্রায় তাদের প্রেরিত রেমিটেন্সের অবদান বলে শেষ করা যাবে না। প্রবাসী কর্মীদের পরিবারের পাশে সবসময় রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস”। তিনি প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত নানা কার্যক্রম, পদক্ষেপ তুলে ধরেন।জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে “ মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীমেলা ২০২২” এ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথভাবে স্থাপিত স্টলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নানামুখি কার্যক্রম ও সেবা প্রদর্শন করা হয়। এই মেলা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে।উল্লেখ জামালপুরবাসীদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নানামূখী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রবাসীদের কল্যাণে এবং তারা যাতে কোন ধরণের প্রতারণা ও হয়রানীর শিকার না হন এজন্য সচেতনতাবৃদ্ধি ও উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে বহুমূখী প্রশিক্ষণের আয়োজন করে করে থাকে। বৈধপথে বিদেশে গমনে এবং মানব পাচারকারীদের হাত থেকে রক্ষায় অত্র কার্যালয় মাঠ পর্যায়ে কাজ করছে বলে কর্তৃপক্ষ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com