শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিএনপির স্মারকলিপি প্রদান কালে পুলিশের হামলায় ১৫ নেতাকর্মী আহত

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

ময়মনসিংহে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কালে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার কালে পুলিশ বাধা দিয়েছে। এ সময় প্রায় ১২/১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন, এড.নুরুল হক, কামরুজ্জামান লিটন, উত্তর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নেতৃবৃন্দকে নিয়ে শান্তিপূর্ণভাবে স্বারকলিপি প্রদান করার আগ মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছিলাম। এ সময় পুলিশ আমাদের উপর নগ্ন হামলা করে প্রায় ১৫ নেতাকর্মী আহত করেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com