বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই অবৈধ নিশি রাতের সরকার জনগণের মুখামুখী প্রশাসনকে দাঁড় করিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াই করছে। আপনারা বলেন বিএনপির পক্ষে কোন জনগণ নাই তাহলে প্রশাসন ছাড়া আপনারা যোগ্যতার মোকাবেলা করে দেখেন জনগণ কার পক্ষে কথা বলে। তিনি বলেন আজ দেশের গণমাধ্যম স্বাধিন ও মুক্ত নয় বলে শেখ হাসিনার দুবাইর কাহিনি প্রকাশ করতে পারে না। যদি গণমাধ্যম দুবাইর ঘটনা প্রকাশ করতে পারে না। যদি পারত তাহলে দেশের মানুষ হাসিনার সম্পর্কে ভাল করে যানত দুবাইতে কি হয়েছিল। কতদিন ঘটনা চাপা দিয়ে রাখবেন এদেশের মানুষ একদিন সত্য কথা জানতে পারবে। এসময় তিনি আরো বলেন আমাদের শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণমাধ্যকে মুক্তভাবে লেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। সরকার কথায় কথায় উন্নয়ন দেখায় আৗয়ামী লীগের উন্নয়ন খুন,গুম,ধর্ষণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে দেয়ার টাকা লুঠপাট করে নেওয়া। আফরোজা এসময় আরো বলেন দেশের মানুষ আজ না খেয়ে চাপা হাহাকার করছে অন্যদিকে তারা দেশের টাকা লুঠ করে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে নৃত্য করান। মঙ্গলবার (২২ই) মার্চ সকাল ১১টায় বরিশাল ডিসি লঞ্চঘাটস্থ একটি চাইনিজ রেস্তরায় বরিশাল মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন। মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মহানগর মহিলা দল সাধারন সম্পাদক শামিমা আকবরের সভাপতিত্বে ও মারিয়া মুন্নির সঞ্চলনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতানা আহাম্মেদ,বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দল নেত্রী এ্যাড, জেসমিন জাহান, আসমা আজিজ। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন সাবেক বিসিসি প্যানেল মেয়র ও মহানগর মহিলা দল নেত্রী তাছলিমা কালম পলি, কাউন্সিলর জাহানারা বেগম, সেলিনা পারভিন, পাপিয়া আজাদ, কানন বেগম, জেবুন্নেসা সিকদার, হাজেরা বেগম, ফারিয়া বেগম, পারভিন বেগম প্রমুখ। বরিশাল কর্মী সভার মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিবাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথি মহিলা দল নেতা ও কর্মীদের বলেন শুধু কমিটি করে বসে থাকলে হবে না। প্রতিটি মহিলা দলের সদস্যদের দেশ নেত্রী বেগম খালেদার একেকটা লাঠি হয়ে দলের জন্য রাজ পথে কাজ করার আহবান জানান। অপরদিকে বিকালে নগরীর সাউথ কিং রেস্তরায় বরিশাল (দক্ষিণ) জেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। সেখানে জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।