দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম ফাউন্ডেশনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। ইমাম সাহেব ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন ধর্মীয় নেতা। জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধে সমাজে আপনাদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্বীনি ইসলামি কার্যক্রমের পাশাপাশি সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ২২ মার্চ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর যৌথ আয়োজনে “ইসলাম প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার এ.বি.এম.জি কিবরিয়া। কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ আক্কাস আলী। হামদ/নাত পরিবেশন করেন মোঃ জহরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপার ভাইজার শাহ আনিছুর রহমান। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ষ্ট্রেশন রোড জামে মসজিদের খতিব মওলানা ফিরোজ আহমেদ।