বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরেই জানিয়ে দিয়েছেন সাকিব দেশ ও জাতীয় দলের জন্য রীতিমত ত্যাগ স্বীকার করেছে। সে যেটা করেছে, তা অনেক বড় ব্যাপার। পড়ন্ত বিকেলে ভিডিও কনফারেন্সে প্রায় একই কথা বললেন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনেক কথার ভিড়ে সাকিবের প্রসঙ্গ আসতেই মিরাজ বলে ওঠেন, ‘সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত, আমরা সবাই জানি। পারিবারিক ইস্যু, এটা তো অনেক বড় ইস্যু। সবাই সাপোর্ট করছে। তিনি ভালো খেলছেন। পরিবারের সময় খারাপ গেলে তো সবারই খারাপ লাগে। তবে দলের সবাই সাপোর্ট দিচ্ছে।’
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে সাকিব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, ‘সাকিব আসলে অন্য ধাঁচে গড়া। মনের দিক থেকে অনেক শক্ত প্রকৃতির।’ মিরাজ ও সুজনরা সাকিবের মানসিক দৃঢ়তার কথা বলতেই পারেন। কারণ মা, তিন সন্তান আর শাশুড়ি হাসপাতালে থাকার পরও মানসিকভাবে স্থির থাকা যে কারো জন্যই কঠিন। সেখানে সাকিব এখন অবস্থান করছেন সাত সমুদ্র তেরো নদী ওপারে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। খেলাতো বহুদুরে, অতদুরে থেকে সন্তান ও মার অসুস্থতায় মানসিকভাবে ভেঙ্গে পড়ার কথা। কিন্তু সাকিব তার ভেতরেও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখেছেন। নিজেকে খেলার জন্য তৈরিও করেছেন। আজ অনুশীলনে দেখা মিলেছে পুরো সিরিয়াস সাকিবের।