যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। ডা: শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ জনতা দেশে আইনের শাসন, ন্যায় বিচার, বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫১ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি বলেন, আমরা আজ এমন এক সময় স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি যখন দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানুষের জানমালের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার বলতে কিছুই নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণের মধ্যে নাভিশ্বাস উঠেছে। ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। বিনাভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীন কর্মকা-ের ফলে দেশ আজ এক চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।
জামায়াতের আমির বলেন, আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও ঐ সমস্ত জনতাকে যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আমাদের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসাথে আমি দেশের এই সংকটকালে মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তা‘আলা আমাদের প্রিয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন। প্রেস বিজ্ঞপ্তি