মানিকগঞ্জ ডিজএবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) এর সাতটি পদে দ্বিবার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারন পরিষদের ২১ জন সদস্য ভোটারের মধ্যে ১৭জন ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে মোঃ খলিলুর রহমান ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ দুলাল খান পেয়েছেন ৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন ১৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী চুমকি রানী হালদার ৪ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে মোঃ হাফিজল ইসলাম ১৫ ভোট, কমলা বেগম ১৪ ভোট লাবনী আক্তার ১৩ ভোট এবং মমতাজ বেগম ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে মোঃ ফিরোজ আল মামুন। এর আগে বুধবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে স্বচ্চ কাঁচের বক্সে ভোট গ্রহন শুরু হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমডিপিওডির নির্বাহী পরিচালক ইন্তাজ আলী, সদস্য শামীমা আক্তার, রিটার্নিং কর্মকর্তা হিসেবে সহকারি সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা আবদুস সালাম, পোলিং কর্মকর্তা মশিউর রহমান ও আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেন। বেলা ১টায় ভোট গ্রহন শেষ হয়। পরে সকল সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। গননা শেষে বিজয়ী ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাগন। প্রতিবন্ধী সংস্থা এমডিপিওডির প্রতিবন্ধী সদস্যদের আনন্দঘন পরিবেশে ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদ নির্বাচিত করা এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবন্ধী ভোটাররা নিজেরাই উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন।