জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আবির কনসালটেশন সেন্টার এর সৌজন্যে প্রায় ৫ শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার(০২ এপ্রিল) সকাল ৮ টা হতে ধামরাই বাজারে আবির কনসালটেশন সেন্টারে ফ্রি এই চিকিৎসা সেবা দেওয়া হয়। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহজাহান মিয়া এর পরিচালনায় ফ্রি রোগী দেখার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির। সকাল থেকেই ডাঃ মোঃ শাহজাহান মিয়া, ডাঃ নাজনীন আরা জাইন, ডাঃ লতিফা ইয়াসমিন আঁখি রোগী দেখছেন। তবে বিকেল পর্যন্ত চলবে এই রোগী দেখা। শিশু, বয়স্ক নারী পুরুষ এবং গাইনী রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জানা যায়, ডাঃ মোঃ শাহজাহান মিয়ার ছেলে আবির হোসেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৪ এপ্রিল বিনামূল্যে রোগী দেখা হয়। তবে এইবার মাহে রমযান উপলক্ষে রোজা শুরুর আগের দিন ফ্রি এই চিকিৎসা সেবা দিচ্ছেন। শুধু মৃত্যু বার্ষিকী উপলক্ষে নয় প্রতি বছর সকল জাতীয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষেও ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এই বিষয়ে আবির ফাউন্ডেশনের স্বত্বাধিকারী শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহজাহান মিয়া বলেন, প্রতিবছর আমার বড় ছেলে আবির হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি রোগী দেখা হয়। এছাড়াও প্রতিবছর সকল জাতীয় দিবস ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে এই সেবা দিয়ে থাকি। তবে এখন থেকে প্রতি মাসে একদিন করে সকল রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।