রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে ডিজিটাল গ্রাম মেলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

ডিজিটাল সেবা নিন- জিবনকে সাজিয়ে তুলুন ডিজিটাল সেবা নিব খরচ কমাবো ও সময় বাচাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের মধুপুর উপজেলার ইদিলপুর বাজারে মধুপুর কৃষি সেবা দারিদ্র বিমোচন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে ও সারাবাংলা কৃষক সোসাইটি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) দুপুরে এ ডিজিটাল গ্রাম মেলা অনুষ্ঠিত হয়।মধুপুর কৃষি সেবা দারিদ্র বিমোচন সমবায় সমিতি লিঃ ইদিলপুর শাখার সভাপতি আঃ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আউশনারা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমবায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নাল হক, প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ, সাধারন সম্পাদক বাবুল রানা সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত মেলায় মধুপুর কৃষি সেবা দারিদ্র বিমোচন সমবায় সমিতি লিঃ এর উৎপাদিত পণ্য হিসেবে আনারস, আম, কাঠাল, লিচু, পেয়ারার জেলী, এবং কাঠাল, কলা, আলু, মিষ্টিকুমড়া থেকে তৈরি, চিপস সহ বিভিন্ন রকমের খাবারের পণ্য প্রদর্শন করা হয়। এ সময় মেলায় প্রান্তিক কৃষকদের ডিজিটাল সেবা, অনলাইনে কৃষি সেবা, চিকিৎসা সেবা সহ সকল ধরনের সেবা সমূহ কৃষকদের মাঝে উপস্থাপন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com