যশোরের কেশবপুরে সচেতন সোসাইটির বাস্তবায়নে ও স্যোশাল মার্কেটিং কোম্পানী এসএমসি’র অর্থায়নে লকমিউনিটি মোবিলাইজেশন প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সচেতন সোসাইটির উপজেলা সুপারভাইজার সুজাউদ্দিনের সভাপতিত্বে ৩১ মার্চ দুপুরে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ড, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। উল্লেখ্য সচেতন সোসাইটি বয়সন্ধিকাল, জন্মনিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য-সহ কিশোর-কিশোরীদের যাবতীয় স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে।