মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

চকরিয়ার সাহারবিলে জমি জবরদখলের অভিযোগ

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

প্রকাশ্যে মারধরপূর্বক একব্যক্তির ৭২ বছরের ভোগদখলীয় জমি জবরদখলের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীর বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। সরেজমিন প্রতিবেদনে জানা যায়, গত ৩১ মার্চ দুপুর ১২ টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর ৮নং ওয়ার্ডের দক্ষিণ উমখালী এলাকার মরহুম মৌলভী ওসমানের পুত্র মৌলভী মান্নানের, ৭২ বছর ধরে ভোগ দখলীয় জমির ১৪ শতক জায়গার উপর স্কেভেটর দিয়ে মাটি কেটে ওইসব জমিতে বাড়ি নির্মাণপূর্বক অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী। এক পর্যায়ে দুপুর ১টা নাগাদ জমির ভোগদখলে থাকা মৌলভী মন্নান গং বাঁধা দিতে আসলে চেয়ারম্যান নিজেই মৌলভী মন্নানসহ কয়েকজন মহিলার উপর হামলা ও মারধর করে। মৌলভী মন্নান বলেন, ১৯১৮ সালে পালাকাটা বনবিট অফিস হওয়ার পর ১৯৫০ সালে বনভূমি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য ৭ জনকে বনজায়গিরদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে বনবিভাগ সাতজনকে উপকারীভোগী হিসেবে তালিকাভুক্ত করে। ক্রমান্বয়ে ১৯১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০৭ টি পরিবারকে বনবিভাগ উপকারভোগীর তালিকায় নিয়ে আসে। সেই থেকে ৭২ বছর পর্যন্ত আমরা ওই জমির উপর ভোগদখলেই আছি। কিন্তু চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লোভের বশবর্তী হয়ে তাদের এসব জমি কৌশলে দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছেন। তবে এসব অভিযোগ নাকচ করেছেন চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী। তিনি বলেন মুজিব শতবর্ষের ঘর তৈরিতে জায়গা কম হওয়ায় এক ব্যক্তিকে সরিয়ে দিতে হচ্ছে। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের নির্দেশে ওই ব্যক্তিকে অন্যত্র আরেকটি বাড়ি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন। তাই সরকারি বনবিভাগের জায়গাতে মাটি কেটে তাদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য জমি ভরাট করা হচ্ছে। তাই কারও জমি জবরদখলের অভিযোগ সঠিক নয়। এ ঘটনায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যানকে অন্যের জমি দখল করে কাউকে পূর্ণবাসন করতে বলা হয়নি। এরকম যদি করে থাকে তাহলে চেয়ারম্যান নিজে থেকেই করেছে। আমি বিষয়ে তদন্তপূর্বক দ্রু ব্যবস্থা গ্রহণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com