দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিল কে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগার্মী ১৬ এপ্রিল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলা বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে ২৬ জানুয়ারি তবে ২০১৬ সালে ২৯ আগস্ট এই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ২৫ শে ফেব্রুয়ারি দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা.এজেডএম জাহিদ হোসেন সভায় কাউন্সিল বিষয়ে আলোচনা করেন। এদিকে কাউন্সিলের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলায় ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতা কর্মীরা। দিনাজপুর জেলার ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলা সহ সকল উপজেলায় ভোটারদের কাছে ভোট চাইতে এবং নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আখতারুজ্জামান জুয়েল। ভোটাররা জানায়, দলের জন্য যে ভালো কাজ করবে। আমরা ভোট দিয়ে তাকে জয় যুক্ত করবো। আখতারুজ্জামান জুয়েল জানায়, আমি দলের সুসময়ে-দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম আর এটা জেলা বিএনপির কাউন্সিল এটা কোন সাধারণ মানুষের নির্বাচন না। এটা বিবেকবান মানুষদের ভোট,এটা একটি দল পরিচালনার ভোট। দীর্ঘদিন ছাত্রদল, যুবদল করেছি মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি? আমি ভোটারদের কাছে গিয়েছি,এতে ভোটাররা আমাকে আশ্বস্ত করেছে এবং আমি আশা করি বিপুল ভোটে জয় লাভ করবো।