সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার অ্যাপে নতুন ‘শর্টকাট’ ফিচার আনছে মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই শর্টকাটগুলো ব্যবহার করে কোনো শব্দ ছাড়াই পাঠানো যাবে মেসেজ। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২৯ মার্চ নতুন দুটি শর্টকাট উন্মুক্ত করেছে মেটা। সেগুলো হলো ‘ /silent’ এবং ‘@everyone’। গ্রুপের সকলের দৃষ্টি আকর্ষণ না করে কোনো শব্দ ছাড়াই উত্তর দিতে চাইলে ‘/silent’ শর্টকাটটি কাজে আসবে।
গ্রুপ চ্যাটের সকলকে একসঙ্গে নোটিফিকেশন পাঠিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে ‘@everyone’ শর্টকাটটি ব্যবহার করে। এদিকে সামনের কিছুদিনের ভেতর আরও কিছু শর্টকাট মেসেঞ্জার অ্যাপে আপডেট হবে বলেও জানিয়েছে ভার্জ। চ্যাটিংয়ের সময় খুব সহজেই পছন্দের জিফ খুঁজে নেয়া যাবে ‘/gif’ শর্টকাট ব্যবহার করে। ‘/gif’ এর সাথে সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে দিলে চ্যাট উইন্ডোতেও একাধিক জিফের সাজেশন চলে আসবে।
এছাড়া যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে মেসেঞ্জার অ্যাপের চ্যাটবক্স থেকেই সরাসরি আর্থিক লেনদেনের সুযোগ আসছে ‘/pay’ শর্টকাট ব্যবহার করে।