ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কামারগাও ইউনিয়নের পংনয়াপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলামের রোপিত বোর (চারা) ধানে পানি দেয়ার বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে রোপিত চারা ধান নষ্ট হওয়া আসংখ্যা করা হচ্ছে। জানা গেছে, উপজেলা কামারগাও ইউনিয়নের পংনয়াপাড়া গ্রামের নজরুল ইসলাম ও পাশের পাকুরীতলা গ্রামের তার ফুফাত ভাই আজিজুল ইসলাম ও সায়েদুল ইসলাম, হাবিবুর রহমান,ফুফা সুরুজ আলীর সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নজরুল ইসলাম জানান, রেজিস্ট্রীকৃত ৯৫৩ নং হেবা ঘোষণা দলিল মূলে প্রাপ্ত হইয়া ২৪ শতাংশ জমি ভোগদখল করিয়া ধান চাষ করিয়া আসিতেছে। কিন্তু কিছু দিন ধরে জোরামূলে বেদখলের পায়তারা করছে। ফলে ভূমিতে আমার রোপিত বোর ধানের সেচ দিতে না পারায় ধানের চারা মরিয়া আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে। ধান ক্ষেতে পানি দিতে গেলে আমাকে খুন করিয়া লাশ ভূমিতে পুতিয়া ফেলবে বলে ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি আরো জানান, আমার আর সহদর কোন লোকজন না থাকায় দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক আজিজুল ইসলাম ও সায়েদুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষতি সাধন করে চলছে। এ বিষয় নজরুল ইসলাম গতকাল সোমবার তারাকান্দা থানায় আজিজুল ইসলাম, সায়েদুল ইসলাম, হাবিবুর রহমান, সুরুজ আলীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।