শনিবার, ০৬ জুলাই ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া আসমা আব্বাসীর ইন্তেকাল রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তা কমছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

শাহ্জাহান সাজু
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

গতকাল বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। ৫টার দিকে হাসপাতালে পৌঁছান। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল থেকে আবার বাসার দিকে রওয়ানা করেন।
পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া:
স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার (৬ এপ্রিল) ৫টা ৫ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি। এদিন সাড়ে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে বাসা থেকে রওনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি বাসার উদ্দেশে রওনা করেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরে আসেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com