সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার জানিয়েছে, তারা শিগগিরই পরীক্ষামূলকভাবে দীর্ঘ প্রতীক্ষিত এডিট বাটন (সম্পাদনা বোতাম) চালু করতে যাচ্ছেন। বহুদিন ধরে টুইটার ব্যবহারকারীদের দাবির প্রেক্ষাপটে এ বাটনটি চালু করা হচ্ছে। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, তারা যে টুইট করেন, সেগুলো তারা চাইলেও এডিট করতে পারেন না। টুইটার ব্লু পরিচালনা বোর্ডের নতুন সদস্য এলন মাস্ক সম্প্রতি সম্পাদনা বৈশিষ্ট যোগ করা নিয়ে একটি অনলাইন জরিপ পরিচালনা করেন।
এক টুইটে এলন মাস্ক জানতে চান যে, লোকজন টুইটারে একটি সম্পাদনা বোতাম চান কিনা। এতে প্রায় ৪ কোটি ৪০ লাখ ভোট পড়েছিল; এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট ছিল ‘হ্যাঁ’ সূচক। এর পরই নিজের টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে মাস্ক বলেন, ‘এখন যেহেতু সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা গত বছর থেকে একটি সম্পাদনা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি।’ টেসলা বস মজা করে লিখেন, ‘না, আমরা একটি পোল থেকে এ ধারণা পাইনি।’ কোম্পানির ভোক্তা পণ্যের প্রধান জে সুলিভানের মতে, ‘সম্পাদনা’ হল ‘বহু বছর ধরে’ সবচেয়ে বেশি অনুরোধ করা টুইটার বৈশিষ্ট্য।