মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

মহাসড়কে সকল অনৈতিক সুবিধার বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা হাইওয়ে ওসি মেজবাহর

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ থানার বারবাজার ইউনিয়নের খুলনা কুষ্টিয়া মহাসড়কসংলগ্ন অবস্থিত বারবাজার হাইওয়ে থানা। যশোর চাঁচড়া চেকপোস্ট হতে ঝিনাইদহের হামদহ এবং যশোর নিউ মার্কেট হতে সিমেখালী আড়পাড়া পর্যন্ত বারবাজার হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে অত্র অঞ্চলের মহাসড়ককে নিরাপদ করতে কঠোরভাবে রাতদিন পরিশ্রম করে চলেছে হাইওয়ে থানা পুলিশ। থানার সামনে চেকপোস্টে নিয়মিতভাবে চেক করা হচ্ছে মহাসড়কে গাড়ি চালানোর যেসকল প্রতিবিধান রয়েছে সেগুলো সঠিকভাবে মেনে গাড়ি চালানো হচ্ছে কিনা। হাইওয়েতে যেকোনো ধরনের গাড়ি চালানোর নিয়ম নীতি রয়েছে সেটি অমান্য করলেই দেওয়া হচ্ছে মামলা। ২০২২ সালে জানুয়ারি থেকে আজ অব্দি বারবাজার হাইওয়ে থানায় জানুয়ারি মাসে মোট মামলার সংখ্যা ২৮২ টি। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকার দরুন ৩২ টি, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ২ টি, ওভারস্পীড এর জন্য ১৮ টি, থ্রি হুইলার এর জন্য ১১২ টি, হেলমেট বিহীন এবং বাইকে তিন যাত্রী বহনের জন্য ১১৭ টি, পিকআপের লোক বহন ও ডিজে ডান্স এর জন্য ৯২ টি মামলা দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে মামলা দেওয়া হয় ২১৬ টি। উপরিউক্ত ক্যাটাগরির যথাক্রমে অনুসারে, ১১ টি, ২ টি, ৪৬ টি, ৪৭টি, ৯৪টি ও ১৬ টি। অনুরূপভাবে মার্চ মাসে মামলা দেওয়া হয় ২৩৯ টি।যথাক্রমে ৪৬ টি,০ টি, ৯ টি, ৬০ টি, ১১৯ টি ও ৫ টি। সর্বশেষ চলতি এপ্রিল মাসে ৮ তারিখ পর্যন্ত মামলার সংখ্যা হলো ৭৮টি।হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যে সকল থ্রি-হুইলার যান মহাসড়কে চলাচল করছে বারবাজার হাইওয়ে পুলিশ নিয়মিত কার্যাবলীর অংশ হিসেবে সেইসব যানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। মহাসড়ককে নিরাপদ রাখতে ২৪ ঘন্টাই হাইওয়ে থানার ১টি টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, চলমান রোজা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ককে নিরাপদ রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি। মহাসড়ক থেকে যেনো কেউ কোন ধরনের অনৈতিক সুবিধা ভোগ করতে না পারে চাঁদাবাজি, ছিনতাই,ডাকাতি ও মাসিক চাঁদা আদায় না করতে পারে সে বিষয়ে বারবাজার হাইওয়ে থানায় জিরোটলারেন্স ঘোষণা করেছি। রমজান ও ঈদ উপলক্ষে মহাসড়কে কোন ধরনের যানজটের সৃষ্টি না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি মহাসড়ককে নিরাপদ রাখার জন্য। রমজান উপলক্ষে মানুষের গমনাগমনের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত মহাসড়কে কোনো গাড়ি থামানো হচ্ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com