রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

রংপুরে সাংবাদিক সাঈদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ ও জেলা শাখার উদ্দ্যগে, এক যোগে রংপুর বিভাগের ৫৮ টি উপজেলায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৩-০৪-২২ইং বুধবার সকাল সাড়ে ১১ টায় রংপুর জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা ও বিভাগের আয়োজনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি এনামুল হোক স্বাধীন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সহ- সভাপতি আনোয়ার হোসেন, নুর আলম, একরামুল হক, মাহবুবার রহমান মকুল, সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক নুরে আলম নুর, কার্যনির্বাহী সদস্য, রাফাত হোসেন বাঁধন, নুর হোসেন, বেলায়েত হোসেন বাবু, এইচ আর বাবু, জুয়েল ইসলাম, রবিউল ইসলাম, রুবেল, মাটি মামুন,তাহমিনা আফরিন। রংপর রিপোর্ট ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক , কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসেন, নুর হাসান চান, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন সহ সভাপতি সাদ্দাম হোসেন ড্যানি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মেজবাহুল হোসেন হিমেল,এ ছাড়াও সুশিল সমাজের সাঙ্কেতিক ব্যাক্তিত্ব মুকসুদার রহমান মকুল, রংপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভাপতি ইসমাইল হোসেন। এ ছাড়াই আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন পেশা জীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রসাশনের প্রতি আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com