বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই স্লোগানে গজারিয়া উপজেলার হোসেন্দীন ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল ) সকাল ১১টায় চরবলাকি বাজারে এলাকায় বিট পুলিশিং কর্তৃক আয়োজিত নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন, চোরাকারবারি ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে হোসেন্দী ইউনিয়ন বিট পুলিশিং উপ-পুলিশ পরিদর্শক মোঃ ওবাইদুল হক-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মতিন মন্টু, উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেকান্দর, বিট সহকারী ইনচার্জ (এ এস আই) নিজাম খান, এস আই দেলোয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন এর বক্তব্য বলেন , সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন সরকার নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন এব নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।