মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

তালতলীর নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা চান ফরাজী

তালতলী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

বরগুনার তালতলীতে আসন্ন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান পরপর ৩বারের ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী। এবারের নির্বাচন অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষই তার। তিনি তালতলী উপজেলা আওয়মীলীগের সক্রিয় সদস্য। দুলাল ফরাজী সাবেক বড়বগী ইউনিয়ন পরিষদে ৯বছর চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানে ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসময় ওই ইউনিয়নের গরিব-দুঃখীদের ট্যাক্সের টাকা মওকুফ করে সেই ঘাটতি টাকা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পুরন করেছেন। গ্রাম উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। অনেক গ্রামের রাস্তাঘাট শহরের মতো পাকা করেছেন। সহযোগিতা করেছেন মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। গরিব-দুঃখীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। তার অসমাপ্ত কাজগুলো সম্পাদন করার জন্য গ্রামে গঞ্জে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বর্তমানে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিটি গ্রামের সাধারণ মানুষকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নিজের কাজের মত গ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাধারণ ভোটারদের মন জয় করতে মহল্লায় মহল্লায় চালাচ্ছেন গণসংযোগ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। দুলাল ফরাজী বলেন, নির্বাচন ছাড়াও আমি জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকেছি। আশা করছি জনপ্রিয়তা বিবেচনায় নিশানবাড়ীয়া ইউনিয়ন থেকে যোগ্য প্রার্থী বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সেবামূলক কাজে সম্পৃক্ত থেকে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। নৌকা পেলে আমার বিজয় হবে সুনিশ্চিত। আল্লাহ সহায় থাকলে কোন অপশক্তি আমাকে হঠাতে পারবেনা। জনগণকে সঙ্গে নিয়ে আমি নিশানবাড়ীয়া ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ভোট গ্রহনের তারিখ রেখে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, যাচাই-বাচাই ১৯ মে, প্রতীক বরাদ্ধ ২৭মে। এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com