দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। ৪নং শেখপুরা ইউপির সচিব মমতাজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আমজাদ আলী, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ হারিস, মোঃ নুর আলম, শ্রী পরিমল চন্দ্র রায়, মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ তাই হোসেন এবং মহিলা সদস্যা মোছাঃ রশিদা পারভীন, ছায়া রানী রায় ও বিনা রানী রায়সহ পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাবিবা খাতুন। সভাপতির বক্তব্যে শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে শেখপুরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমাদের বাজেট হবে গণমূখী এবং গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন এবং উন্নয়নের চাবিকাঠি হিসেবে আমরা কাজ করে যাব। তিনি ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করতে গিয়ে বলেন, এবার ৪৬৯৭৭২৬ টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লক্ষ টাকা এবং অতিরিক্ত উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২০ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা। বাজেটে ইউপি সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম্য পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সরাসরি বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেন।