আওয়ামীলীগ ছাড়া সারাদেশের মানুষ বিএনপি’র পক্ষে আছে, দেশের মানুষ এখন এ সরকারের পতন দেখতে চায়, যা শ্রীলঙ্কায় হয়েছে, বাংলার মানুষ সেই দিনের অপেক্ষায় আছে। আগামী দিনে তারেক রহমানের নের্তৃত্বে এ দেশের গণতন্ত্র পূণঃউদ্ধার হবে। রংপুরের গঙ্গাচড়ায় গতকাল রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। তিনি দলের কর্মীদের বিভাজন নিয়ে বলেন, কর্মীদের নের্তৃত্ব দেয়ার প্রতিযোগীতা থাকবে, দল নের্তৃত্বে তার যে অবস্থান তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এটিকে পজিটিভ হিসাবে নিচ্ছি।
বেলা ১১ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে এ কর্মী সভা। উপজেলা বিএনপি’র আয়োজনে প্রধান বক্তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্যেশে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, দলকে সুসংগঠিত করতে সকল ভেদভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী। আরও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোকারম হোসেন সুজন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লিজু।