ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রনে মাত্র কয়েকদিনের ব্যবধানে বরিশাল জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় অবৈধভাবে মজুদদার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনার মাধ্যমে জনসাধারণের কাছে প্রশংসায় ভাসছেন। জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন সাধারণ জনগন। অপরদিকে অবৈধভাবে মজুদদার অসাধু ব্যবসায়ীদের কাছে এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবশেষ জেলার উজিরপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২১শ’ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। র্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় পৃথক এ অভিযানে ১০টি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পৃথক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, সুমি রানী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া।