নারী শিক্ষা এবং বয়স্ক শিক্ষায় নিরক্ষরতা দূরীকণের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে চেঞ্জ মেকার এ্যাডওয়ার্ড পেয়েছেন নিমনগর বালবাড়ী এলাকার বিশিষ্ট নারী নেত্রী সাহারা খানম গিনি। তিনি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোকাররম হোসেন খান এর সহধর্মিনী। সাহারা খানম গিনি লায়ন্স ক্লাবের, রেড ক্রিসেন্ট, চক্ষু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। “শব্দপদি” নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৮ সালে তিনি লায়ন্স ক্লাব পরিচালিত শিশু নিকেতনে ২০ জন এতিম কন্যায়ে বিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্ট ভুমিকা রেখেছিলেন এবং আগামী ২০ মে আরও ৪০ জন এতিম নিবাসী কন্যাদের বিবাহ দিতে কাজ করে যাচ্ছেন। তিনি নিরক্ষরতা দূরীকরণে নারীদের শিক্ষিত করতে এবং বয়স্কদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করে যাচ্ছেন। এছাড়া নারীদের স্বাবলম্বী করতে তাদের হস্তশিল্পের প্রশিক্ষন দিয়ে তাদেরকে সেলাই মেশিন প্রদান করেছেন। তার এসব অবদানের কথা চিন্তা করে রংপুর বিভাগীয় প্রতিষ্ঠান আমিই পারি নেটওয়ার্ক এর আয়োজনে চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি তার হাতে চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড তুলে দেন।