ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমুলক, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়ে তার সুনাম ক্ষুণ্য করার প্রতিবাদে এবার মানববন্ধন করেছে কালীগঞ্জ, বারবাজারসহ বেশ কিছু এলাকার কয়েকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বারবাজারে ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারদিয়ে হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়, বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও কুমারহাটি মোহাম্মাদিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছড়াও উপজেলার তত্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বগেরগাছি নওদা পাড়া মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা, বি আই জিডি মাধ্যমিক বিদ্যালয়, রস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়,শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, দুলালমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, কোলাবাজার ইউনাইনেট মাধ্যমিক বিদ্যালয়, আবুবক্কর বিশ্বাস ও মকসেদ আলী মহিলা মাদ্রাসা, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক স্কুলের প্রধান ফটকের সামনে রাস্তায় মানববন্ধনে শতশত শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ৪৫ মিনিট ব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহন করে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সোহেল রানা, বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা নাসরিন, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার সুপার ওলিউর রহমান, কুমার হাটি দাখিল মাদ্রাসার সুপার ওসমান গনি, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতানসহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ। বক্তাগন বলেন, সাংসদ আনোয়ারুল আজিম আনার শিক্ষাবান্ধব একজন জনপ্রতিনিধি। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কোনো ব্যাপারে তাঁর নিকট গেলে তিনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেননি। অত্র উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার যে উন্নয়ন করেছেন আজ পর্যন্ত কোনো এমপি তা করেননি। আমাদের শিক্ষক সমাজের জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। যার প্রমাণ উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ। কালীগঞ্জের উন্নয়নের কারিগর তিনি। একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা শিক্ষক সমাজ ওই সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।