জামালপুরের মেলান্দহে মৎস্য খাতের উন্নয়ন-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ২৩ মে সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মত বিনিময় সভায় মৎস্য বিশেষজ্ঞ-চাষি-খামারি-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। ইউনিটির সভাপতি-ইত্তেফাক/নিউনেশন ও ৭১ টিভির সংবাদদাতা মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান (মাৎস্য) ড. আব্দুস ছাত্তার। প্রধান আলোচক ছিলেন-ভারতের মৎস্য বিশেষজ্ঞ দেব তনু বর্মন। উদ্ধোধনী বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক, (আন্তর্জাতিক গবেষক-লেখক-পিএইচডি পোস্টডক জাপান) ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজীউর রহমান, কুয়াকাটা ইন্ট্রিগ্রেডেট অ্যাকুয়া ফার্মিং লি: এর এমডি একেএম নিজামুল ইসলাম স্বপন, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক-কবি-গীতিকার ফরহাদ হোসেন, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-খবরপত্রের প্রতিনিধি-গীতিকার ফজলুল করিম, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, গবেষক শিক্ষার্থী ও দৈনিক অধিকারের সাংবাদিক এসএম আল ফাহাদ, কবি সোলায়মান হোসেন, মৎস্য চাষি রুবেল চৌধুরী, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, আনিসুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক-দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মাসুদ রানা, ভোরের কাগজের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, আজকের পত্রিকার সাংবাদিক রাকিবুল হাসান নয়ন, আমার সংবাদের প্রতিনিধি ইমরান হাসান, ময়মনসিংহ প্রতিদিনের সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহীন এবং শ্রমিক নেতা শেখ আমিনুল ইসলাম প্রমুখ।