সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব সুলতানপুর আবাসিক এলাকায় পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে চিড়া গুড়সহ শুকনো খাবার বিতরন করেছেন এক নারী সাংবাদিক। উক্ত নারী সংবাদকর্মীর নাম মাফরোজা সিদ্দিকা বুশরা। তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলালের কন্যা ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার। ২৩ মে সোমবার দুপুরে পানিবন্দী নারী পুরুষের মাঝে শুকনো খাবার বিতরনকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিটু, সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছা: তানজিনা বেগম রুকশানা, রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, স্বাস্থ্যসেবক বাউল আমিরুল ইসলাম, স্থাপত্য কর্মী জুয়েল মিয়া ও সাংবাদিক আল-হেলালের কনিষ্ট পুত্র মাহমুদ আল হাদী উপস্থিত ছিলেন। উল্লেখ্য পিআইবি থেকে একাধারে ৩ বারের প্রশিক্ষণ গ্রহনকারী সংবাদকর্মী মাফরোজা সিদ্দিকা বুশরা কলেজে অধ্যয়নরত বান্ধবী ও নিজের আয় করা টিউশনীর টাকায় স্বউদ্যোগী হয়ে এলাকার ভানবাসী পরিবারগুলোর মধ্যে উক্ত শুকনো খাবার বিতরন করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিটু বলেন, মাফরোজা সিদ্দিকা বুশরা আমাদের ভাতিজি ও একজন শিক্ষানবীস সাংবাদিক। বিএ ক্লাসে অধ্যয়নের পাশাপাশি সে সাংবাদিকতা পেশায় এগিয়ে এসেছে। চেষ্টা করছে মানবতার সেবায় অবদান রাখতে। তার এ মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং দোয়া করি সবসময় যাতে সে ভাল কাজে মানুষের পাশে আরো বেশী অবদান রাখতে পারে।