সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব’র সভাপতি, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা প্রবীণ সাংবাদিক মাওলানা আব্দুল তাহিদের দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযা বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না শাহী ইদগাহ মাঠে বিকেল ২টা ৩০মিনিটে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। হাজারো জনতার উপস্থিতিতে মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালানায় মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন বাগময়না জামে মসজিদের ইমাম মাওলানা আমির আলী। জানাজা নামাজ পূর্ব বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন এমরান, মাওলানা আবু আয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, মাওলানা আব্বাব আলী খান, জগন্নাথপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, হাজি সুন্দর আলী প্রমূখ। জানাযায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার (২৫ মে) রাতে নিজ বাড়িতে বুকে ব্যথাসহ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও মাদ্রাসা, মসজিদ, এলাকার উন্নয়নে বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। এলাকায় তিনি ছিলেন সকলের শ্রদ্ধেয় ব্যক্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য শুনাগ্রহী রেখে গেছেন।