বান্দরবানের লামায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) দুপুর ১২টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে লামা তথ্য অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার লামা, খন্দকার তৌহিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান, মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান প্রমূখ। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন,যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে হবে। গুজব সৃষ্টি না করে শিক্ষা,চিকিৎসা ও বিভিন্ন সামাজিক উন্নয়নে ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক ও ধর্মিয় কারনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রিতী নষ্ট হচ্ছে, এ বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। পৌর মেয়র জহিরুল ইসলাম বলেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদের কাছে আমানত সরুপ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা, উন্নয়ন সহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে,এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ প্রয়োজন। সভাপতির বক্তব্যে মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই একযোগে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবো।