সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার থেকে খুলে দেয়া হয়েছে। তবে অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, আঙিনায় ও যাতায়াত পথে এখনো পানি থাকায় এসব স্কুলে যায়নি শিক্ষার্থীরা। বন্যার পানি কমে যাওয়ায় শনিবার থেকে বিদ্যালয়গুলোতে পাঠদান চালু করার নির্দেশনা দেওয়া হয়। জানাগেছে, বন্যার পানি কমতে শুরু করলে শনিবার থেকে বিদ্যালয় খুলে দেওয়া হয়। তবে, উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিদ্যালয় আঙিনাসহ যাতায়াত পথে পানি থাকায় পাঠাদান সম্ভব হয়নি। তাছাড়ার শিক্ষকরা বিদ্যালয়ে গেলও শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে পারেনি। অভিভাবকরা জানান, এখনো বিদ্যালযের যাতায়াত পথে বানের পানি রয়েছে। এমতাবস্থায় শিশুদের জন্য বিদ্যালয় যাওয়া বিপদজনক। আরো কিছু দিন বিদ্যালয় বন্ধ রাখা প্রয়োজন।