বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সোনাগাজীতে বৃদ্ধ রিকশা চালকের প্রতি চেয়ারম্যান বাদলের সহযোগিতার হাত

মোঃ ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সোনাগাজীর সেই ৭০ বছর বয়সী রিকশা চালক ফকির চাচার জন্য মানবিক কাজে এগিয়ে এলেন সোনাগাজীর মঙ্গোলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাটারী চালিত আকর্ষনীয় রিকশা রোববার ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। জানা যায়, ফকির চাচার জন্য একটা মোটর রিকসা কিনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চেয়ে একটি আবেদন করেছিল ফেনীর সাংবাদিক ডালিম হাজারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচার বিষয়টি ভাইরাল হওয়ার পর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল প্রতিশ্রুতি দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তহবিল জোগাড় হয়েছে তার সাথে বাকিগুলো মিলিয়ে মোট ১ লাখ টাকা অথবা তারও বেশী টাকা খরচ করে চাচার জন্য একটি মোটর রিকসা কিনে দেবেন এবং স্থানীয় বাজারে ছোট একটি দোকান করে দিবেন। কথা অনুযায়ী আশা অনুরুপ টাকা না উ্ঠলেও চেয়ারম্যান বাদল অধিকাংশ টাকা নিজ থেকে দিয়ে আজ মোটর চালিত রিকশাটি ক্রয় করে হস্তান্তর করেন। রিকশা চালক ফকির চাচা জানান, আমার কোন ছেলে নেই। স্বামী পরিত্যক্ত মেয়ে নিয়ে থাকি। আমাকে যারা খুশি করেছেন আল্লাহ তাদের খুশি করবেন। আমার কস্টের দিন শেষ হবে। চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, চাচাকে আর রিকসা চালাতে হবেনা। নতুন এই মোটর রিকসাটি ভাড়া দিয়ে এবং ছোট একটি দোকানের আয় দিয়ে ইনশাআল্লাহ তিনি ও তার স্বামী পরিত্যক্তা মেয়ের সংসার ভালই চলবে। দোকানের ব্যবস্থাও তিনি করে দিবেন। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ আমরা সকলে অসহায় মানুষের পাশে দাড়াই। সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com