গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নির্দেশের পর নিবন্ধন না থাকা ও মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে পরিচালনা করায় চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের আশেয়া মেমরিয়াল হাসপাতাল, মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া পপুলার হাসপাতাল ও নাগরী ইউনিয়নে মর্ডান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের নিবন্ধন না থাকায় প্রত্যেকটির ৫ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও মোক্তারপুর ইউনিয়নের নূর ক্লিনিক অ্যান্ড ডায়াাগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে কালীগঞ্জ পৌর এলাকার শাপলা ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম মুনজুর-এ-এলাহী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রোববার কালীগঞ্জ উপজেলার পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। যে সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৩টি কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানাকৃত ওই তিন ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।