মানুষ মানবতার জন্য বেঁচে থাকে কর্মের গুণে” জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আশ্রয়ণে বসবাস করা দশটি পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকান্ডে পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, চাল, ডাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রবিবার সকাল ৮.৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটনা ঘটে। খবর পেয়ে হিলি ও পাঁচবিবির ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ জামিরুল ইসলাম ও শরীফ উদ্দীন বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও ভোরে কাজ করার জন্য মাঠে যাই। বিদ্যুতের তার থেকে আগুন লেগে আমাদের দশটি ঘরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমাদের পড়নের কাপড় ছাড়া আর কিছু নেই। এদিকে খবর পেয়ে মানবতার ফেরিওয়ালা গরীব অসহায় হতদরিদ্র মানুষের আস্থার প্রতীক জয়পুরহাট-১আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জয়পুরহাট পাঁচবিবির উন্নয়নের রুপকার আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু এমপি ভারতে শারীরিক চিকিৎসায় থাকাকালীন অবস্থায় নিজের চিন্তা না করে জয়পুরহাট পাঁচবিবির জনগণের কল্যাণের কথা তিনি সবসময় ভাবেন সেই পরিপ্রেক্ষিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়টি তার নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।