সুনামগঞ্জের জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল তাহিদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব-এর উদ্যােগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে জগন্নাথপুর পৌর মিলনায়তনে জগন্নাথপুর প্রেসক্লাব’র আহবায়ক কায়েস চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার জনন্দিত সফল মেয়র আক্তারুজ্জামান আক্তার। বিশেষ অথিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক গোলাম সারোওয়ার সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, মরহুমের ছেলে মাহমুদুল হাসান তুহিন প্রমূখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক তৈয়বুর রহমান। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর কোর্ট জামে মসজিদের ইমাম ও খতীব মাওলান নিজাম উদ্দিন জালালী। সভায় বক্তারা সাংবাদিক আব্দুল তাহিদের বর্ণাঢ্য সাংবাদিক জীবনের নানাদিক তুলে ধরে বলেন সাংবাদিক আব্দুল তাহিদ ছিলেন একজন সৎ সাহসি পরিশ্রমী মেধাবী পরিচ্ছন্ন সাংবাদিক। জগন্নাথপুরে তিনি সাংবাদিকতায় এক উজ্জল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি মানুষের অধিকার আদায়ে আমৃত্য কাজ করে গেছেন। তার এ কর্মের মাধ্যমে তিনি বেছে থাকবেন যুগযুগান্তর ধরে। সভায় প্রধান অতিথি পৌরসভার পক্ষথেকে মরহুম সাংবাদিক আব্দুল তাহিদের পরিবারকে ৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।