নরসিংদী মনোহরদীর চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন- মাদ্রাসার সহ-সভাপতি মো. তাজুল ইসলাম শিকদার, অধ্যক্ষ মো. আবু রায়হান ভুঁইয়া, উপাধ্যক্ষ মো. হারুনুর রশিদ, শিক্ষার্থী অভিভাবক সদস্য আ.ফ.ম আঃ রউফ, মাহফুজা খাতুন প্রমুখ। সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু রায়হান ভুঁইয়া বলেন, সার্বক্ষণিক প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যাপারে খোঁজ নিচ্ছেন মাদ্রাসার সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষক-শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যতœশীল হতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। পরিশেষে তিনি অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে আশ্বস্ত করেন। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।