মানসিক ভারসাম্যহীন অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়ে মানবিক আচরণে সাধারণ মানুষের প্রশংসার পাত্র হয়েছেন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। উপজেলার আধুনগর বাজারের এক অজ্ঞাত অসুস্থ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ। পচন ধরছে শরীরের বিভিন্ন অংশে। মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে মাংস উঠে গিয়ে পোকামাকড়ে আচ্ছন্ন হয়ে গিয়েছে; দুর্গন্ধ ছড়িয়েছে চারদিকে। গেল চারদিন ধরে আধুনগর বাজারে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে তাকে দেখতে যান আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন। বৃদ্ধের এ করুণ অবস্থা দেখে ইউপি চেয়ারম্যান তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অসুস্থ বৃদ্ধকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জানতে পেরে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বৃদ্ধকে সুচিকিৎসা প্রদানের জন্য চিকিৎসকদেরকে তদারকির নির্দেশ দেন। ডাঃ হানিফের নির্দেশে স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মানসিক ভারসম্যহীনকে গোসলের ব্যবস্থা সেরে পরিষ্কার-পরিচ্ছন্ন নতুন কাপড় পরিয়ে দেন এবং কর্মচারীরা তার অনেক যতœ নেন। দীর্ঘদিন পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং নতুন কাপড় পড়তে পেরে, ভালো খাবার খেতে পেরে বৃদ্ধ খুশিতে আত্মহারা।