শেরপুরে নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হলেন ফায়ার সার্ভিস কর্মী রমজানুল ইসলাম রনি(২৫)। চট্টগ্রামের সীতাকু-ে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় নিহত হন তিনি। মঙ্গলবার ভোরে রনির লাশবাহী গাড়ী তার নিজ এলাকা শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামে প্রবেশ করে। এদিকে সকাল ১০ টায় ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। জানাযা নামাযের দায়িত্বে ছিলেন রনির চাচা মুফতি নজরুল ইসলাম আজাদী। জানাজায় রনির আত্মীয় স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। রনির মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীয় জনগণের ভিড় বাড়ে তার বাড়িতে। সকাল ৯ টায় শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও লাশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ফায়ার সার্ভিস কর্মী রমজানুল ইসলাম রনি, গত দেড় বছর আগে কর্মী হিসেবে যোগ দেন এবং তিন মাস আগে সে চট্টগ্রামের সীতাকু- ফায়ার সার্ভিস স্টেশনে বদলি হন। সে আট মাস আগে বিয়ে করে স্ত্রীকে রুপাকে নিয়ে সীতাকু- ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।