ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২ নং বানিহালা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় দৃশ্যমান কাজ দিয়ে বদলে যাচ্ছে গ্রামীন জনপদে ও অবকাঠামো। বানিহালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার নির্বাচিত হওয়ার পর থেকে দৃশ্যমান উন্নয়নে বদলে যাচ্ছে গ্রামীন জনপদ ও অবকাঠামো। জানাগেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৭ লক্ষ ৮ হাজার ৮শ ৮৯ টাকা ব্যয়ে বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী বারইপুখুরিয়া পাকা রাস্তা হইতে বারইপাড়া রব মিয়ার বাড়ি হয়ে পশ্চিম পাড়া রাস্তার ২০০ মিটার টেকসই করনের হেরিং বোন বন্ড (এইচবিবি) করন রাস্তার কাজ করা হচ্ছে। এছাড়াও জলাবদ্ধতা নিরসনে খাল খনন,রাস্তা সংস্কার ও ইউনিয়ন পরিষদ রং করন (সংস্কার) করা হয়েছে। এতে করে ইউনিয়নের জনগণ সূফল পেতে শুরু করেছে। ইউনিয়নের রিয়াদ মিয়া ও আবু বক্কর ছিদ্দিক কামাল মিয়া বলেন, এইচবিবি করন ও রাস্তা সংস্কার করায় আমাদের চলাচল করতে সুবিধা হচ্ছে। দুলাল সরকার বলেন, বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঈদুল ফিতর ভিজিএফ এর চাল হতদরিদ্রের মাঝে সুষ্ঠুভাবে বিতরন করেছেন। খাল খননে আমাদের এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার বলেন,আমাদের প্রিয় নেতা বর্তমান সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় আমাকে নৌকার মনোনয়ন এনে দিয়েছেন। জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করে যেতে দোয়া ও সহযোগীতা চান।