মৌলভীবাজারের জুড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন শীর্ষক কর্মসৃচির ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ছত্র- ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম,পি এর ঐচ্ছিক তহবিল হতে জুড়ী উপজেলার বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। (১০/জুন/২০২২ ইং) বিকালে আয়োজনে জুড়ী উপজেলা প্রশাসন স্হান উপজেলা পরিষদ সভাকক্ষ। (১)প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসৃচীর আত্ততায় নৃতাত্ত্বিক জনগোষ্টির শিক্ষার্থীদের মাঝে ২০২১-২২ অর্থ বছরে মোট প্রাপ্ত শিক্ষাবৃত্তি, ১ম থেকে ৫ম- শ্রেণি ১০০ জন মোট টাকা ২,৪০,০০০/ জন প্রতি ২৪০০/করে, ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি ৫০ জন-মোট টাকা ৩,০০,০০০/জনপ্রতি ৬,০০০/ করে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণি /স্নাতকোত্তর ২০ জন মোট টাকা ১,৯২,০০০/জনপ্রতি ৯,৬০০ করে, ১৭০ জন ছাত্র /ছাত্রীর শিক্ষা বৃত্তির মোট প্রাপ্ত টাকা ৭,৩২,০০০। বাইসাইকেল প্রাপ্ত – ৩৫ টি (২) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ২০২১-২২ অর্থ বছরে ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যাক্তি/প্রতিষ্ঠানের অনুকুলে বরাদ্দকৃত অর্থ ৪৮ জন ব্যক্তির অনুকূলে প্রাপ্ত বরাদ্দ মোট প্রাপ্ত টাকা ৩,০৫,০০০/ ৪৫ জন ব্যক্তির অনুকূলে ২,৫০,০০০ ৩ টি প্রতিষ্ঠানের অনুকূলে ৫৫,০০০ ৪৮ জন মোট ৩,০৫,০০০। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী,রিংকু রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা উপজেলা পরিষদ জুড়ী, বদরউদ্দিন আহমদ বড়লেখা উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক,আনফর আলী পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান,মাসুক আহমদ ফুলতলা ইউপি চেয়ারম্যান,শ্রীকান্ত দাস, মামুনুর রশীদ সাজু যুবলীগ সভাপতি জুড়ী উপজেলা শাখা,ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুঁইয়া উজ্জ্বল প্রমুখ।উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী,মোঃ মনসুর আলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।