অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ও স্বাস্থ্য মহা পরিচালকের কার্যালয়ের আয়োজনে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার সম্পর্কে সচেতনতা মূলক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য মহা পরিচালকের কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর লাইন পরিচালক ডাঃ আবু জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ( এডমিনিস্ট্রেশন) প্রফেসর ডাঃ আহমেদুল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর পরিচালক মোঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া ঢাকা বিভাগের সিভিল সার্জনবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তাগণ, প্রতিটি জেলা ও উপজেলা থেকে দুজন করে সাংবাদিকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করে। প্রতিটি হাসপাতালে এমবিবিএস ডাঃ এর পাশাপাশি হোমিও, আয়ুর্বেদীক, ইউনানী বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ ও ঔষধের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালুর আহ্বান জানান এ এম সির কতৃপক্ষরা।