শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

৩০ মিনিটে করোনা শনাক্তে সক্ষম ঢাবি

ঢাবি প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একদল গবেষক মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই করোনাভাইরাসের (সার্স কোভ-২) আরএনএ’র উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে সংশ্লিষ্ট গবেষকরা (সার্স কোভ-২) আরএনএ ভাইরাস সফলভাবে শনাক্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে রোববার (৭ জুন) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গবেষকরা র‌্যাপিড কলোরোমেট্রিক টেস্ট প্রক্রিয়া অনুসরণ করেছেন, যেটি আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে পরিচিত।

বিজ্ঞপ্তিতে ভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, ‘একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে এই ভাইরাস শনাক্তের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে। করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে পরীক্ষা কিটে হলুদ ও নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ পাওয়া গেছে’।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষা পদ্ধতির কার্যকারিতা যাচাই করার জন্য এরই মধ্যে ঢাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবেদন করা হয়েছে। আবেদনে বিভাগটির সঙ্গে রয়েছে ‘বায়োটেক কনসার্ন’, যারা বাংলাদেশে আরটি-ল্যাম্প টেস্ট কিটের পরিবেশক কোম্পানি।

প্রিন্স/এমএস/খপ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com