মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

আশুলিয়ার সেই হোটেলে বিরিয়ানিতে দেওয়া মাংস কুকুরের ছিল না

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ’ থেকে জব্দ করা মাংস কুকুরের ছিল না বলে জানিয়েছেন গবেষকরা। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়। গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরীর সই করা ওই প্রতিবেদন সাভার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে। গত শনিবার (১১ জুন) রাতে প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশের জব্দ করা মাংস ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়। ২৫ দিন পর সেখান থেকে একটি রিপোর্ট এসেছে। তাতে বলা হয়েছে, জব্দ করা মাংস কুকুরের ছিল না। পরে রিপোর্টটি আমরা আশুলিয়া থানায় পাঠিয়েছি।’ জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষ করে রিপোর্ট দিয়েছেন। ওই মাংস কুকুরের না। তবে এগুলো কিসের মাংস সেটাও জানানো হয়নি।’ কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরী বলেন, ‘মাংসের নমুনা পিসিআর ও মলিক্যুলার টেস্ট করেছি। এ মাংস কুকুরের না।’
মাংসগুলো কিসের, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কি না, তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশটুকুরই জবাব দিয়েছি। তবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে, সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী যেমন- গরু ,ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এ চারটি প্রাণীর মধ্যে যেকোনো একটি প্রাণীর মাংস।’ জানতে চাইলে ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ’র একটি শাখার মালিক সায়েদ হোসেন বিল্লাল বলেন, ‘আশুলিয়া ও কাশিমপুরে আমাদের মোট সাতটি শাখা ছিল। চক্রান্ত করে কিছু মানুষ আমাদের ফাঁসাতে চেয়েছিলেন। ফলে এখন কাশিমপুরের দুটি শাখা বন্ধ করে দিতে হয়েছে। বাকি পাঁচটি শাখাও বন্ধের পথে। জনপ্রিয় হোটেলগুলো এখন ক্রেতাশূন্য।’ তিনি বলেন, ‘এ প্রতিবেদনের মাধ্যমে সত্যের জয় হয়েছে। তবে দোষ না করেও অহেতুক শাস্তি পেলাম আমরা। যারা চক্রান্ত করে আমাদেরকে ফাঁসিয়ে সর্বশান্ত করার চেষ্টা করেছেন, আমরা উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে তাদের শাস্তি দাবি করছি।’ গত ১৫ মে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ নামের একটি হোটেলে কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়া হয়েছে, এমন সন্দেহ থেকে অভিযোগ করেন কয়েকজন ক্রেতা। ঘটনার পর পুলিশ হোটেল মালিক রাজীবকে হেফাজতে নেয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতেও পাঠানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com