মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

কালিয়াকৈরে দপ্তরে দপ্তরে ঘুরেও ঘর পেলেন না বৃদ্ধা ভিক্ষুক, টিন দিল ক্লাব

শোয়াইব মৃধা কালিয়াকৈর (গাজীপুর) :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে দপ্তরে দপ্তরে এবং জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘদিন ঘুরেও একটি ঘর পেলেন না ৮০ বছরের বিধবা এক ভিক্ষুক। ফলে তিনি ভাঙ্গাচুরা ছোট্র একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। অবশেষে রোববার দুপুরে ওই বৃদ্ধা ভিক্ষুককে নতুন ঘরের জন্য টিন উপহার দিলেন একটি সেচ্ছা সেবী সংগঠন। সরকারী ঘর না পেলেও ঘরের জন্য টিন পেয়ে খুশি ওই বৃদ্ধা। ওই বৃদ্ধা হলেন, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের কামারিয়া এলাকার মৃত করম আলীর মেয়ে আলেকজান বেগম(৮০)। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। এলাকাবাসী ও ওই সেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা গেছে, গত প্রায় ৩০ বছর আগে আলেকজার বেগমের স্বামী বাবর আলী মারা যান। স্বামী মারা যাবার পর তিনি তার একমাত্র মেয়ে বছিরণকে নিয়ে বাবার বাড়ি উপজেলার কামারিয়া এলাকায় আসতে বাধ্য হন। কিন্তু বাবাও মারা যাবার পর তিনি তার মেয়েকে নিয়ে ছোট্র একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এরপর অভাব অনটনের মধ্যেও ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবিকা নির্বাহ ও একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন। কিন্তু দীর্ঘদিনের পুরোনো ঝুপড়ি ঘরটি এখন ভাঙ্গাচুরা। এক পর্যায় ঘরটি ভেঙ্গে পড়ে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এতে তিনি কেবারে অসহায় হয়ে পড়েন। তারপরও অনেক কষ্টে সে ভাঙ্গাচুরা ঝুপড়িতেই কোনো রকমে মানবতার জীবন-যাপন করে আসছিলেন ওই বৃদ্ধা আলেকজান বেগম। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি পড়ে। রোদ আর বৃষ্টিসহ নানা প্রতিকুলতার মধ্যেও অতি কষ্টে ওই ঝুপড়ি ঘরেই তার জীবন-যাপন চলছিল। এজন্য তিনি সরকারী দপ্তরে দপ্তরে ও জনপ্রতিনিধিদের ধারে ধারে ঘুরেও একটি ঘর পাননি ওই ভিক্ষুক। যখন তাঁর সহযোগীতায় কেউই এগিয়ে আসেননি, তখন এগিয়ে আসেন পাশের উত্তর কাঞ্চানপুর এলাকার জনকল্যাণ কল্যাণ যুব সংঘ ক্লাব নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। রোববার দুপুরে ওই সংগঠনের পক্ষ থেকে একটি ঘর তৈরির জন্য টিন উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার গোলাম সারোয়ার, ওই সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতন, ধর্মীয় সম্পাদক রনি হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ওই বৃদ্ধা আলেকজান বেগম বলেন, শুধু বিধবা ভাতা ছাড়া আর কোনো সরকারী সহযোগী পাইনি। শুনেছি, সরকার গরীব মানুষকে ঘর উপহার দিয়েছে। আমি ভিক্ষা করে খাই, কই আমারে তো একটা ঘর দিলো না। আমার ঘরটি ভেঙ্গে যাওয়ার পর বিভিন্ন দপ্তরে ও জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও একটি ঘর পাইনি। সরকারী ঘর না পেলেও এহন আমার ঘর করার জন্য যারা টিন দিয়েছে, তাদের জন্য দোয়া করি। আমি এখন খুব খুশি। ওই সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতন জানান, এ রকম একজন অসহায় বৃদ্ধাকে ঘরের জন্য টিন দিতে পেরে আমরাও খুবই আনন্দিত। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা জানান, আমি ওই বৃদ্ধার বাড়িতে এলাকায় যায়নি। সাংবাদিকদের মাধ্যমে ওই ভিক্ষুকের কথা জেনেছি। আমি খোঁজ-খবর নিয়ে তাকে সরকারী ঘরসহ বিভিন্ন অনুদানের ব্যবস্থা করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, উনার ভোটার আইডি কার্ডসহ আবেদন করলে একটা ঘরের ব্যবস্থা করে দিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com