সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে শতাব্দীর ভয়াবহ বন্যার পানি ধীর গতিতে কমছে, এতে মানুষের জনদূর্ভোগ বাড়ছে। বন্যার পানিতে উপজেলার প্রতিটি রাস্তা-ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। বিধস্ত হওয়া জরাজীর্ণ বাড়িঘর সংস্কার করাতো দূরের কথা এ মূহুর্তে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাটাই জরুরি। বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা আত্মসম্মান ও লোকলজ্জায় মুখ তারা খুলছেন না। উপজেলার বিভিন্ন বাড়িঘর, বাজার ও রাস্তাঘাটে এখন বন্যার পানি ধীর গতিতে কমছে। কিন্তু পানি যে হারে কমার কথা ছিল তা কমেনি এতে মানুষের জনদূর্ভোগ বাড়ছে। বন্যার পানিতে উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ বিভিন্ন রয়েছে। যোগাযোগের একমাত্র ব্যবস্তা হলো নৌকা যোগে। নৌকার ভাড়াও তুলনামূলক বেশি। যোগাযোগের সড়কগুলো পানির নিছে থাকায় দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র’র দামও ভাড়তি। বাজারে দোকানগুলোতে বন্যার পানি ডুকায় ব্যবসায়িরাও ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন হয়েছেন।