ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হলো বগুড়ার শিবগঞ্জে উপজেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ মাদরাসার হিফজুল কুরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার আমতলি বন্দরে সকাল ৯ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী ব্যাক্তিত্ব মুফতি মুহাম্মাদ উমর ফারুক। তিনি এসময় ৩৬ জন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান করেন। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। হিফজখানা সমূহে অবিরাম তিলাওয়াতে কুরআনের ফলশ্রুতিতেই এখনো সমাজে রহমত,বরকত জারি রয়েছে। তাই হিফজুল কুরআনের এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আল্লাহর তাআলার বড় নিয়ামত। এ নিয়ামতের যথাযথ শুরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেনন,হাফেজ সাহেবানরা আল্লাহ পাকের বিশেষ রহমত এবং বিরল প্রতিভার অধিকারী। তাই তারা আল্লাহ পাকের ৩০ পারা কুরআনের আমানত বক্ষে ধারণ করার তাওফিক লাভ করেন। হিফজখানাগুলো এমনই হাফেজে কুরআন তৈরির অবারিত প্রয়াস চালিয়ে যাচ্ছে। কুরআন- সুন্নাহর এ শিক্ষা ধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য। অতিথী ও অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত হাদিস শরিফ, জরুরী দুয়া মাসায়েল ও ইংরেজি কথোপকথন শুনে এবং আরবি বাংলা, ইংরেজি চমৎকার হস্তলিপি, লেকা-পড়ার মানসহ সার্বিক ব্যাবস্থাপনা দেখে অনুভূতি হন। ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছয় বছর পূর্ণ করে ৭ম বছরে পদার্পণ করেছে। এসমকালে প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যদিয়ে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এতিম-মিসকিন শিক্ষার্থীদেরও যথাসাধ্য শিক্ষা প্রদান করছে। মাদরাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে দেশপ্রেমিক, যোগ্য নাগরিক ও দ্বায়ী ইলাল্লাহ গড়ে তোলার অভিপ্রায়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে সহযোগিতার হাত প্রাসারিত করা ইসলাম অনুরাগীদের ঈমানী কর্তব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এ এন মডেল ট্রেড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সোহেল রানা।বিশিষ্ট ব্যাবসায়ী সুমন, মিজানুর রহমান মজনু, মাদরাসার পরিচালক আবু হানিফ, স্বাস্থ্য সহকারী মেহেদি হাসান, হাফেজ সাইফুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওঃ মিজানুর রহমান, এময় নার্সারি শ্রেণির শিক্ষার্থী মালিহা হাসান নাবা সহ অনেকেই ইংরেজিতে বক্তব্য প্রদন করে। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মাওঃ ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, হাফেজ আনাছ বিন হাবিব, সাংবাদিক খলিলুর রহমান, কামরুল হাসান, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, মিজান প্রমূখ। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।