টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন উদ্বোধনের পর গতকাল প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃকনিবাস পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রার্থনা করেন। টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাতে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।
শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। এরআগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে খুন হন। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এরআগে তিন ঘণ্টারও বেশি সময়ে সড়ক পথে সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন ।
টুঙ্গিপাড়া থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী: পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাতে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। পথে কোনও যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ির বহর। গতকাল সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। তিনি সকাল পৌনে ১১টায় সেখানে পৌঁছান। যাওয়ার সময় পদ্মা সেতুতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি সেতু পার হয়ে জাজিরা পয়েন্টে আধঘণ্টার মতো যাত্রাবিরতি করেন তিনি।
বেলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধি জানান:
প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে নিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা বিশ্বরোড নামকস্থানে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানায়। গতকাল সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় তার নির্বাচনী এলাকায় যান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রধান মন্ত্রীর পুত্র ও তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্ন সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়া উপলক্ষে নগরকান্দার জয়বাংলা বিশ্বরোড নামকস্থানে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রধান মন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন উচিয়ে প্রধান মন্ত্রীর গাড়ী বহরকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা যুবলীগ নেতা আজাদ হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ-উপলক্ষ্যে জয়বাংলা বিশ্বরোডে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা একই দিনে বিকালে টুঙ্গিপাড়া হতে একই পথে ঢাকায় ফেরেন প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা।
মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর প্রতিনিধি জানান:
পদ্মা সেতু হয়ে এই প্রথম নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। গতকাল সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। এরপরই একই সাথে তার গাড়িবহর সেতুতে উঠে যায়। পরে মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন প্রধানমন্ত্রী। সেখানে সন্তানদের নিয়ে বিশেষ একটি মুহূর্ত কাটান তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রী ও তার গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন। সাড়ে ৩ ঘণ্টার যাত্রাশেষে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী ও যাত্রাসঙ্গী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। তিনি আরো জানান, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে
জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।